লিওনেল মেসি যেই প্রতিযোগিতাতেই খেলেছেন সেটারই শিরোপা জিতেছেন। তবে ফ্রেঞ্চ কাপের সঙ্গে যেন একটা শত্রুতাই হয়ে গেছে মেসির। মেসি পিএসজিতে আসার পর গত মৌসুমের মতো এবারও শেষ ষোলো থেকেই বিদায় নিলো পিএসজি। এমবাপ্পে ইনজুরিতে থাকায় মেসি-নেইমারের ওপর ভরসা করেই মাঠে নামেছিলো পিএসজি। তবে মার্সেইয়ের কাছে ২-১ গোলে হেরে ফ্রেঞ্চ কাপের শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে পিএসজিকে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মার্সেইয়ের মাঠেই তাদের বিপক্ষে পিএসজি হেরে গেছে ২-১ গোলে। মেসি-নেইমার দুজন মিলেও আটকাতে পারেনি দলের হার।
ম্যাচের শুরু থেকেই মাঠের খেলায় নামের যথার্থতা প্রমাণ করতে পারেনি পিএসজি। ম্যাচের ৩১ মিনিটে মেসির সাবেক বার্সা সতীর্থ অ্যালেক্সিস সানচেজের গোলে এগিয়ে যায় মার্সেই।
প্রথমার্ধের পুরোটাই পিএসজির ওপর আধিপত্য বিস্তার করেছিলো মার্সেই। বিরতির ঠিক আগ মুহুর্তে সমতায় ফেরে পিএসজি। বিরতির আগে শেষ মুহুর্তে এসে কর্ণার থেকে আসা বলে হেড করেও দলকে সমতায় ফেরান সার্জিও রামোস।
দ্বিতীয়ার্ধে অবশ্য লড়াইয়ে ফেরে পিএসজি। আক্রমণের গতিও বাড়িয়েছিলো মেসি-নেইমাররা। তবে কাজের কাজ আর হয়নি। উল্টো ম্যাচের ৫৭ মিনিটে রোসলান মিলানোভস্কির গোলে আবারও লিড নেই মার্সেই। বক্সের বাইরে থেকে নেওয়া মিলানোভস্কির শট আটকাতে পারেননি পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা।
পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করেছইলো পিএসজি। তবে শেষমেশ আর প[এরে ওঠেনি ক্রিস্টোফার গ্যালতিয়েরের শিষ্যরা। ২-১ গোলের হার নিয়েই ফ্রেঞ্চ কাপ্রে শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে ফরাসি চ্যাম্পিয়নদের