ঝালকাঠিতে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, এশিয়ান টিভির দুই সাংবাদিকসহ ৯ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতে মামলা হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের পুত্র শফিকুল ইসলাম টিটু বরিশাল সাইবার ট্রাব্যুনালে মামলাটি দায়ের করেন। বিচারক গোলাম ফারুক মামলার প্রতিবেদন দেওয়ার জন্য ঝালকাঠি থানার ওসিকে নির্দেশ দেন।
আসামিরা হলেন, এশিয়ান টেলিভিশনের রিপোর্টার রবিউল ইসলাম ও শামীম হোসেন, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, অবসরপ্রাপ্ত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আল আমিন বাকলাই, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোয়েবুর মোর্শেদ সোহেল, যুগ্ম সম্পাদক শাহীন খান, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান, যুবলীগ কর্মী কাজী মারুফ হোসেন ইরান ও বাদল হোসেন।
মামলায় বলা হয়, ঝালকাঠি পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও তার ছেলে মনিরুল ইসলাম তালুকদারের সঙ্গে আসামিরা বাদী ও তার পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এশিয়ান টেলিভিশনের ‘এশিয়ান সার্চ’ নামের একটি অনুষ্ঠানে মিথ্যা, বিভ্রান্তি ও মানহানিকর সংবাদ প্রচার করে। আসামিরা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সংবাদটি জনসম্মুখে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করে। এ সংবাদ প্রচারের পর বাদী ও তার পরিবার মানহানি হয়।
মামলায় বাদীর আইনজীবী মো. সাইদুল ইসলাম বলেন, আদালতের আদেশ অনুযায়ী ঝালকাঠি থানা পুলিশ তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে। এরপর আদালত পরবর্তী ব্যবস্থা নেবেন।