তাহসানের মিউজিক ক্যারিয়ারের দুই দশক পূর্তিতে তাহসানের দেশব্যাপী কনসার্ট ট্যুর ক্যারিয়ারের ২০ বছর পার করলেন সঙ্গীতশিল্পী তাহসান খান। সংগীতজীবনে দুই দশকপূর্তি উপলক্ষে দেশের ৫ জেলায় বিশেষ কনসার্টে অংশ নেবেন এই গায়ক। ‘ফ্রেশ সাউন্ড’ শিরোনামে ১১ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী কনসার্ট ট্যুর শুরু হবে। প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। যার শিরোনাম ‘চট্টগ্রাম থেকে তাহসানের সাথে’।
এই আয়োজন নিয়ে তাহসান বলেন, ‘দুই দশক ধরে আপনারে জন্য গান করছি। কিন্তু এই প্রথম বাংলাদেশ ট্যুর করতে যাচ্ছি। দেশের পাঁচটি জেলায় কনসার্টগুলোর আয়োজন করা হয়েছে। আমরা ব্যান্ডসহ আমি থাকবো। এত বছর যারা আমার গান ভালোবেসে আমাকে আজকের এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছে সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা। আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবগুলো কনসার্টে।’
কনসার্টগুলো প্রসঙ্গে তাহসান আরও বলেন, ‘সঙ্গীতশিল্পীদের স্টেজ শোয়ের প্রতি ভালোবাসা বরাবরই থাকে। নিজের গানগুলো শ্রোতারা কতটা পছন্দ করছে সেটি আরও ভালোভাবে বোঝা যায়। সেই জায়গা থেকে এবারের বাংলাদেশ ভ্রমণের কনসার্টগুলোর আরও উপভোগ্য হবে বিশ্বাস করি।’ চট্টগ্রামের কনসার্টে ভক্তদের জন্য বিশেষ চমক রাখা হয়েছে। তাহসানের ‘সেই তুমি কে?’ শিরোনামে গানটি কাভার করা ভক্তদের মধ্য থেকে নির্বাচিত একজন সুযোগ পাবেন তাহসানের সঙ্গে মঞ্চে গান গাওয়ার।
এছাড়াও জানা যায়, প্রতিটি কনসার্টেই ভক্তদের অংশগ্রহণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। চলতি সময়ে গানের পাশাপাশি অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন তাহসান। গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় তার সর্বশেষ গান ‘বিয়োগান্তক’।