সুন্দরবনের খুলনা রেঞ্জের খাসিটানা বন টহল ফাঁড়ির কর্মীরা বিশেষ অভিযান চালিয়ে ১৫০ কেজি হরিণের মাংস ও ফাঁদসহ দুটি নৌকা জব্দ করেছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে কয়রা উপজেলার খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে সুন্দরবনে অভিযান চালানো হয়। এ সময় মুড়ুলিখাল এলাকা থেকে হরিণের ১৫০ কেজি মাংস, হরিণ ধরার ফাঁদ ও দুটি নৌকা জব্দ করা হয়।
সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।