বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

শাকিবের অনেক পরিবর্তন লক্ষ করেছি: অপু

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪৭

ঢালিউডের জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। কয়েক বছরের মাথায় তাঁদের দু’জনের দুটি পথ দু’দিকে বেঁকে যায়। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যনে ক্যারিয়ার, শাকিবের সঙ্গে বর্তমান সম্পর্ক ও শাকিবের পরিবার নিয়ে কথা বলেছেন অপু বিশ্বাস। এরপর ফের আলোচনায় আসে তাদের দাম্পত্য জীবন। অপুর সেই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর অনেকেই বলছেন তাদের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। ধীরে ধীরে পুনরায় কাছে আসতে চলেছেন প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস!

বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে গণমাধ্যমকে অপু বিশ্বাস জানালেন, শাকিব খানের সঙ্গে এখন প্রায়ই তার কথাবার্তা হয়। ব্যক্তিগত ব্যাপারের পাশাপাশি কাজ নিয়েও পরামর্শ পান তার কাছে। তা ছাড়া শাকিব আমার ব্যক্তিগত ব্যাপার বা মিডিয়াতে কাজের ব্যাপারেও মাঝেমধ্যে পরামর্শ দেয়।

অপু বিশ্বাস ও শাকিব খান। ছবি: সংগৃহীত

অপু বিশ্বাসের এমন উপলব্ধি প্রকাশ্যে আসার পর ইন্ডাস্ট্রিতে কানাঘুষা চলছে, বিচ্ছেদ ভুলে আবার এক ছাদের নিচে আসছেন এ জুটি? বিষয়টি জানতে চাইলে অপু বিশ্বাস বললেন, ‘সেটা এখন বলব না, সময় বলে দেবে। আগে কী করছে না করছে, সেটা আমি জানি না, শাকিবের এখন অনেক পরিবর্তন লক্ষ করেছি। সন্তান, পরিবার-পরিজনের প্রতি দারুণ আবেগ কাজ করে তার। শাকিব একজন ভালো মনের মানুষ।’

অপু বলেন, ‘কয়েক দিন আগে আমি শাশুড়ির কাছে ফোন করে ইলিশ মাছ খেতে চেয়েছিলাম। মা বললেন, ‘ঠিক আছে আমি রান্না করছি। একটু পর ফোন করে জানাও সঙ্গে কী দিয়ে রান্না করব।’ এরপর আমি ফোন রেখে ভুলে গেছি। হঠাৎই শাশুড়ির ফোন।

শাকিব খান ও অপু বিশ্বাস

ধমকের স্বরে বললেন, ‘এই মেয়ে, তুমি কী দিয়ে ইলিশ খাবে, জানাতে বললাম, দেরি করছ কেন? এই হলে আমার শাশুড়ি। সত্য কথা বলি, আমার জীবনে ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু আমি একটা পর্যায়ে এসে বুঝেছি, তাঁরা কতটা ভালো মনের মানুষ। এখন কতটা আমাকে ভালোবাসেন তাঁরা।’

অপু বিশ্বাসের প্রযোজনা সংস্থা অপু-জয় চলচ্চিত্রে প্রথম প্রযোজনা ‘লাল শাড়ি’ ছবির শুটিং শেষ হয়েছে। অনুদানের এই ছবিতে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক।

ইত্তেফাক/বিএএফ