এবারের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার আকাশচুম্বী প্রত্যাশা ছিল ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো মার্টিনেজকে নিয়ে। তবে পুরো বিশ্বকাপে অফ ফর্মে ছিলেন মার্টিনেজ। পুরো বিশ্বকাপে মার্টিনেজ মাঠে ছিলেন ২৩৮ মিনিট। মাত্র ২ ম্যাচে ছিলেন শুরুর একাদশে। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণ জানালেন মার্টিনেজ।
বিশ্বকাপে নিজের বাজে পারফরম্যান্স সম্পর্কে বলেন, 'যখন আমি বিশ্বকাপে পৌঁছেছিলাম, তখন ফুটবলে লাথিও মারতে পারতাম না। কারণ, আমার গোড়ালিতে অসহনীয় যন্ত্রণা হতো। ওই সময় দুর্দান্ত ফর্মে ছিল জুলিয়ান আলভারেজ। এতে আমি ভারমুক্ত ছিলাম। কারণ, সেসময় আমার পক্ষে তার মতো পারফরম্যান্স করা সম্ভব ছিল না। তাতে আমি ভীষণ খুশি ছিলাম।'
তিনি আরও বলেন, 'একপর্যায়ে এগিয়ে আসেন মেসি। ইনজুরি থেকে সেরে উঠতে আমাকে পরামর্শ দেন তিনি। কারণ, দলের জন্য আমি গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম।'
সূত্র: গোল ডটকম