শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শিরোপার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে মাশরাফির সিলেট

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৩

বিপিএলের শিরোপার লড়াইয়ে আর কিছুক্ষণ পরই মাঠে নামছে সিলেট স্ট্রাইকার্স আর কুমিল্লা ভিক্টোরিয়াস। ফাইনালের মহারণে টস হেরে ব্যাটিংয়ে নামবে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। 

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে কুমিল্লার মুখোমুখি হচ্ছে সিলেট। টস জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। 

টুর্নামেন্ট শুরুর আগে যেই দলকে কেউ গোনাতেই ধরেনি, দেশসেরা অধিনায়ক মাশরাফির নেতৃত্বে সেই সিলেট স্ট্রাইকার্স সবাইকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থেকে সবার আগে উঠে আসে প্লে-অফে। প্রথম কোয়ালিফায়ারে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত করে সিলেট।

শিরোপার লড়াইয়ে সিলেটের সবচেয়ে বড় শক্তি দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দেশসেরা এই অধিনায়কের নেতৃত্বে যেন নতুন করেই জেগে উঠেছে স্ট্রাইকার্সরা। এর আগে চারবার ফাইনাল খেলে চারবারই শিরোপা হাতে তুলেছে মাশরাফি। এবারও নড়াইল এক্সপ্রেসে ভর করেই প্রথমবার শিরোপার স্বাদ নিতে চায় সিলেট।

অনইয়দিকে, পরিষ্কার ফেভারিট হিসেবেই ফাইনালের মঞ্চে উঠে এসেছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্টের শুরুতে প্রথম তিন ম্যাচ হারের পর টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠে এসেছে কুমিল্লা। প্রথম কোয়ালিফায়ারে সিলেটকে হারিয়েই ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা।

কুমিল্লাও এর আগে তিনবার ফাইনালে উঠে তিনবারই শিরোপার স্বাদ নিয়েছে। ইমরুল কায়েসের নেতৃত্বেই দুইবার শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা। মাশরাফি যেমন ফাইনালে অপরাজিত তেমন ইমরুল আর কুমিল্লাও কখনও ফাইনাল হারেনি। আজ শিরোপার লড়াইটা তাই হাড্ডাহাড্ডি আর উত্তেজনা ঠাসা হতে যাচ্ছে বলাই যায়। 

সিলেট একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, রায়ান বার্ল, মুশফিকুর রহিম,  থিসারা পেরেরা, জর্জ লিন্ডে, তানজিম হাসান সাকিব, লুক উড, রুবেল হোসেন। 

কুমিল্লা একাদশ: ইমরুল কায়েস(অধিনায়ক), লিটন দাস, সুনীল নারাইন, জনসন চার্লস, মোসাদ্দেক হোসেন, মঈন আলী, জাকের আলী, আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম।

ইত্তেফাক/এসএস