দুই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে নতুন দায়িত্ব দিয়েছে সরকার। বৃহস্পতিবার তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. ফয়জুল ইসলামকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান করা হলো। এছাড়া বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুকেশ কুমার সরকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আগামী ২২ ফেব্রুয়ারি এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক ২৮ ফেব্রুয়ারি তাদের দায়িত্ব নেবেন।
এদিকে ফয়জুল ইসলাম গতবছরের ৭ নভেম্বর পরিকল্পনা বিভাগে সংযুক্ত থাকাকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব হন। আর সুকেশ কুমার সরকারকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে কর্মরত অবস্থায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়।