বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাংলাদেশকে বড় লক্ষ্য ছুড়ে দিলো নিউজিল্যান্ড

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩১

নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশকে ১৯০ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে দুই কিউই ওপেনার বার্নাডিন বেজুইডেনহো ও সুজি বেটস। উদ্বোধনী জুটিতে ৭৭ রান সংগ্রহ করে এই দুই ব্যাটার। এরপর বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেয় স্বর্না আক্তার।

দলীয় ৭৭ রানে ২৬ বলে ৪৪ রান করে আউট হন বার্নাডিন বেজুইডেনহো। এরপর ক্রিজে আসা অ্যামেলিয়া কেরকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন সুজি বেটস। এরপর বাংলাদেশকে পর পর জোড়া সাফাল্য এনে দেন স্পিনার ফাইমা খাতুন। দলীয় ১০৭ রানে ১৩ বলে ১৬ রান করে অ্যামেলিয়া কের ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান অধিনায়ক সোফি ডিভাইন।

এরপর আগ্রাসী ব্যাটিং করতে থাকেন সুজি বেটস ও ক্রিজে আসা ম্যাডি গ্রিন। ৪৩ বলে নিজের অর্ধশতক পূরণ করেন সুজি বেটস। অর্ধশতকের আরও আগ্রাসী হয়ে খেলতে থাকেন সুজি বেটস। 

শেষ পর্যন্ত আর কোন উইকেট না হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। সুজি বেটস ৬১ বলে ৮১ ও ম্যাডি গ্রিন ২০ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন।       

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন