সড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী রাজশাহী বিশ্বিদ্যালয়ের (রাবি) আবু সায়েদ ওসামা নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। সায়েম রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী গ্রামের আব্দুস সালামের ছেলে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে নগরীর গোদাগাড়ী থানার দেওয়াপাড়া ইউনিয়নের চাপাল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জগামী হাইওয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর।
সড়ক দুর্ঘটনায় আহত অপর দু’জন হলেন আলীম ইসলাম (২২), তার বাবার নাম মিরাজ আলী। আরেকজন সাগর (২৮)। তার বাবার নাম আবু বক্কর।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার বিকালে ওসামাসহ তার দুই বন্ধু মোটরসাইকেলে চড়ে রাজবাড়ীহাট যাওয়ার পথে ট্রাক ওভারটেক করার সময় চাঁপাই হতে রাজশাহীগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী ওসামাসহ তার দুই বন্ধুকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪ টায় ওসমার মৃত্যু হয়। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর বলেন, আমরা খবর পেয়ে রামেকে যোগাযোগ করি। এবং দ্রুত সময়ে চিকিৎসার ব্যবস্থা করি। দুর্ভাগ্যবশত বেলা ৪টায় কর্তব্যরত চিকিৎসক ওসামাকে মৃত ঘোষণা করে। আমরা লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।
গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তিন জনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ ওসামাকে মৃত ঘোষণা করেন।