রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে বর্ণবাদ আচরণ থামছেই না। নিয়মিতই তাকে মাঠে বর্ণবাদের শিকার হওয়া লাগে। এ নিয়ে প্রতিনিয়তই প্রতিবাদ করে আসছে ভিনিসিয়াস ও তার দলের সতীর্থরা। তবে তাতেও তা থামছে না।
গত শনিবার লা লিগার ম্যাচে ওসাসুনার মাঠ এল সাদার স্টেডিয়ামে খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। ২-০ গোলের ব্যবধানে তুলে নিয়েছে জয়ও তবে এ ম্যাচের শুরুতেই বর্ণবাদের শিকার হতে হয় ভিনিকে। শুধু তা-ই নয়, তার মৃত্যু কামনা করে গ্যালারিতে গানও ধরেছিলেন ওসাসুনার সমর্থকেরা। পরে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিনি লিখেছেন, ‘আমাকে অপমান করাও চলছে..., আমার নাচও চলছে...দেখা হবে লিভারপুলে।’
এ দিন ম্যাচ শুরুর আগে তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসুর স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। তখনই গ্যালারিতে থাকা কেউ একজন ভিনিসিয়াসক উদ্দেশ্য করে ‘কুকুরের বাচ্চা’ বলে গালি দিতে শুরু করেন। তবে এতে ভিনিসিয়াস ভেঙে পড়েননি। ওসাসুনার বিপক্ষে এক গোলে সহায়তা করেন তিনি। তার পাস থেকেই গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেয় ফেদে ভালভার্দে। এছাড়া নিজেও করেছিলেন এক গোল তবে তা অফসাইডে বাতিল হয়।