সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিপিএল শেষে মাহমুদুল্লাহ-মুশফিকের ওমরাহ পালন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২১

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল খেলে পবিত্র ওমরাহ হজ পালন করতে দেশ ছাড়েন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। এতে সঙ্গী হন আরেক অভিজ্ঞ টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। বর্তমানে দুজনই অবস্থান করছেন সৌদি আরবে।

রোববার (২০ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন মুশফিক। সেই ছবির ক্যাপশনে সালাম জানান তিনি। আর সোমবার (২০ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মদিনায় অবস্থানরত একটি ছবি পোস্ট করেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেই ছবির ক্যাপশনে মদিনা লিখে একটি লাভ ইমুজি দেন রিয়াদ।

পবিত্র ওমরা পালন শেষে তারা কবে দেশে ফিরবেন তা জানা যায়নি। তবে মার্চে ইংল্যান্ড সিরিজের অনুশীলন শুরুর আগেই দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। মুশফিক- মাহমুদুল্লাহর আগে পেসার তাসকিন আহমেদ, সাকিব আল হাসান পবিত্র ওমরাহ হজ পালন করেন। আর বর্তমানে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে পরিবারসহ সৌদি আরবে অবস্থান করছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।    

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন