সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নেইমারকে ইঙ্গিত করে বলেননি এমবাপ্পে 

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৩

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো'র ম্যাচে প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে যায় পিএসজি। হারের পর এমবাপ্পের করা মন্তব্য বেশ আলোচনার জন্ম দেয়। অনেকেই মনে করেন এমবাপ্পে যে মন্তব্য করেন সেটি নেইমারকে ইঙ্গিত করে। তবে তা অস্বীকার করেছেন ফরাসি তারকা এমবাপ্পে।

বায়ার্ন মিউনিখের কাছে হারের পর এমবাপ্পে বলেছিলেন, ‘ফিরতি ম্যাচে আমাদের সবার সুস্থ থাকা জরুরি। সবাইকে ঠিকমতো খেতে এবং ঘুমাতে হবে। এটি খুবই জরুরি।’ এরপরেই ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারকে পোকার খেলতে ও ম্যাকডোনাল্ডসে ঘুরাঘুরি করতে দেখা যায়। তখন অনেকেই মনে করেছিলেন নেইমারকে ইঙ্গিত করে মন্তব্য করেছিলেন এমবাপ্পে।

কিলিয়ান এমবাপ্পে

তবে রোববার (১৯ ফেব্রুয়ারি) লিগ ওয়ানের ম্যাচে লিলিকে হারানোর পর এমবাপ্পে জানান তার কথাগুলো নেইমারকে ইঙ্গিত করে নয়। এমবাপ্পে বলেন, ‘আমার কথাগুলো দলের সবার জন্য ছিলো। আমি আবারও বলছি, এটা সবার জন্যই ছিলো। আমি দেখেছি নেইমারের দিকে আঙ্গুল তোলা হয়েছে, আমরা এখন এমন অবস্থায় নেই যে কেউ কারোর দিকে ইঙ্গিতপূর্ণ কথা বলব।’

লিগ ওয়ানে লিলির বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন নেইমার। নেইমারের ইনজুরি সম্পর্কে এমবাপ্পে বলেন, ‘নেইমারের চোট থেকে সেরে ওঠা জরুরি। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’

সূত্র: গোল ডটকম 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন