বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হারের পরও পিএসজিকে স্বপ্ন দেখাচ্ছেন এমবাপ্পে

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১১

এবারও কি পিএসজির উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বপ্নটা অপূর্ণই থেকে যাবে? বিদায়ঘণ্টা বাজবে সেই শেষ ষোলোতেই?-প্রশ্নগুলো উঠছে। কারণ এবারও যে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে হেরে গেছে মেসি-নেইমার-এমবাপ্পেদের পিএসজি।

গত ১৫ ফেব্রুয়ারি রাতে পিএসজির ঘরের মাঠে এসে পিএসজিকে ০-১ গোলে হারিয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। অ্যাওয়ে ম্যাচের জয়ে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে গেছে জার্মান ক্লাব বায়ার্ন। হেরে পিএসজির পা বিদায়ের দরজার দিকে। কারণ আগামী ৮ মার্চ শেষ ষোলোর ফিরতি লেগ ম্যাচটি হবে বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায়।

নতুন বছরে একের পর এক হারে এমনিতেই পিএসজির ড্রেসিংরুমে টালমাটাল অবস্থা। এর মধ্যে আবার চ্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে হার। বায়ার্নের বিপক্ষে হারে পিএসজির ড্রেসিংরুমের অস্থিরতা নিশ্চিতভাবেই বেড়েছে। চরম সেই হতাশা-অস্থিরতার মধ্যেও কিলিয়ান এমবাপ্পে পিএসজিকে শোনালেন আশার গান। দেখাচ্ছেন স্বপ্ন। ফরাসি বিস্ময়বালক বললেন, এখনো পিএসজির সম্ভাবনা শেষ হয়ে যায়নি। কীভাবে কোয়ার্টার ফাইনালের দরজাটা খুলতে হবে, আঁকিয়েছেন সেই ছবিও।

২০১১ সালে মালিকানা কেনার পর থেকে পিএসজির কাতারি মালিকপক্ষ চ্যাম্পিয়ন্স লিগের একটা শিরোপা জয়ের জন্য কত বস্তা টাকা ঢেলেছে, সেই হিসাব করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে! জ্লাতান ইব্রাহিমোভিচ, ডেভিড বেকহাম, হাভিয়ের পাস্তোরে, থিয়াগো সিলভা, ডেভিড লুইজ, আনহেল ডি মারিয়া থেকে শুরু করে বর্তমানের নেইমার, মেসি, এমবাপ্পে, রামোস, মারকুইনহোস, মার্কো ভেরাত্তিদের মতো তারকাদের দলে ভিড়িয়েছে বস্তা বস্তা টাকা দিয়ে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বপ্ন পিএসজির পূরণ হয়নি এখনো। এবারও সেই হতাশার করুণ বিউগলই বাজতে শুরু করেছে।

বায়ার্নের বিপক্ষে ম্যাচে মেসি-নেইমার শুরু থেকেই ছিলেন। কিন্তু তারা কিছুই করতে পারেননি। উলটো ৫৩ মিনিটে গোল হজম করে বসে পিএসজি। বায়ার্নের হয়ে একমাত্র গোলটা করেন পিএসজিরই ঘরের ছেলে কিংসলে কোমান। ফরাসি তারকার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল পিএসজিতেই। গোল করে সর্বনাশ করলেও কোমান নিজের সাবেক ক্লাবকে সম্মান জানিয়ে উদযাপন করেননি। বরং গোলের পর দুই হাত ওপরে তুলে আত্মপক্ষ সমর্পণের ভঙ্গি করেন।

গোল খাওয়ার পর পরই চোট শঙ্কা সত্ত্বেও এমবাপ্পেকে মাঠে নামান পিএসজি কোচ ক্রিস্টোফার গালতিয়ের। ৫৭ মিনিটে এমবাপ্পে নামার পর পিএসজির খেলায় গতিও বাড়ে। এমনকি এমবাপ্পে দুবার বল বায়ার্নের জালেও জড়ান। কিন্তু অফসাইডের কারণে দুটি গোলই বাতিল হয়! পরে শতচেষ্টা করেও মেসি-নেইমার-এমবাপ্পেরা সমতা ফেরাতে পারেননি।

ইত্তেফাক/এসএস