১৭ বছরের তরুণী, টেনিস খেলোয়াড় মাসফিয়া আফরিন বাংলাদেশের টেনিস জগতে প্রথম আন্তর্জাতিক নারী রেফারি হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। গতকাল ঢাকায় শুরু হওয়া জুনিয়র টেনিস সিরিজের খেলায় মাসফিয়া আফরিন রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাসফিয়া। সেই ছোট বয়স থেকে টেনিসে পা রেখেছিলেন। ২০১০ সালে জাতীয় এবং বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছেন। সঙ্গে লেভেল ওয়ান রেফারিং কোর্স করেছিলেন মাসফিয়া।
গতকাল আন্তর্জাতিক খেলা চালিয়ে বাংলার টেনিস জগতে নিজের নামটা লিখে নিলেন। মাসফিয়া টেনিস ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদ আলমের বড় মেয়ে। তার আরেক মেয়ে মাসতুরা টেনিস খেলছেন। কিন্তু বড় মেয়ে ইনজুরির কারণে বেশি দূর এগোতে পারেননি।