বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় গাজীপুর, মুন্সীগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার, ঘিওর, দোহার-নবাবগঞ্জ, ধামরাই ও সোনারগাঁওয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
গাজীপুর : দিবসের প্রথম প্রহরে গাজীপুর কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, গাজীপুর প্রেসক্লাবসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভাষাশহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, পুলিশ সুপার কাজী শফিকুল আলম। পরে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ভাওয়াল সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, ডুয়েট পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে।
মুন্সীগঞ্জ : জেলা জুড়ে ভাষাশহিদদের শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচির আয়োজন করা হয়। প্রথম প্রহরে জেলা ও উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে আর ভোর থেকে জেলার সব শহিদ মিনারেই চলে শ্রদ্ধা নিবেদন। এসব আয়োজনে অংশ নেন অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমপি, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-আমিন প্রমুখ।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে। উপজেলা হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা প্রমুখ।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : আড়াইহাজার থানা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনাসভা ও ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, সিনিয়র সহসভাপতি শাহজাহান কবির, সহসভাপতি আলআমিন ভূইয়া, সাধারণ সমপাদক মজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক বাদল আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
ঘিওর (মানিকগঞ্জ) : প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, ঘিওর প্রেসক্লাব, ঘিওর ডি এন হাই স্কুল, ঘিওর বালিকা উচ্চ বিদ্যালয়, শিল্পকলা একাডেমি, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, এলিভেন ব্রাদার্স, ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। গতকাল উপজেলা অডিটোরিয়ামে আলোচনাসভার আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মো. হামিদুর রহমান সভাপতিত্ব করেন।
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে দুই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা ও পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, জাতীয় পার্টিসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। নবাবগঞ্জে শ্রদ্ধা জানান বীরমুক্তিযোদ্ধা শাহ আবুবকর সিদ্দিক, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু প্রমুখ। দোহারে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম, দোহার পৌর মেয়র আলমাস উদ্দিন প্রমুখ।
ধামরাই (ঢাকা) : শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনাসভা, দোয়া মাহফিল, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরনের আয়োজন করা হয়। স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, মেয়র গোলাম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী, এসডিআই-এর সিইও সামছুল হক, গুণীজন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান প্রমুখ এসব অনুষ্ঠানে অংশ নেন।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : ভাষাশহিদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে সোনারগাঁও উপজেলা চত্বরে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।