ঢাকার তেজগাঁওয়ে অবৈধ ট্রাকস্ট্যান্ড কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না বলে অসহায়ত্ব প্রকাশ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, অভিযান চালালে দখলদাররা পালিয়ে যায়, অভিযান শেষে আবার ফেরত আসে। এখানে একরকম টম অ্যান্ড জেরি খেলা চলছে। কোনোভাবেই এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
বুধবার (২২ ফেব্রুয়ারি) ডিএনসিসির অঞ্চল-৩ এর আওতাধীন তেজগাঁওয়ের আনিসুল হক সড়কের অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা শেষে এ কথা বলেন তিনি।
মেয়র আতিকুল ইসলাম বলেন, রেললাইনের সঙ্গেই লেগুনার স্ট্যান্ড করা হয়েছে। আমি আসার কারণে ট্রাকগুলো রাস্তা থেকে সরিয়ে ফেলেছে। যদিও অনেকে রাস্তার ওপর ট্রাক রেখে দিব্বি চলে গেছে। সত্যি কথা বলতে হয়, এ সড়কটি নিয়ে টম অ্যান্ড জেরি খেলা হচ্ছে। জাস্ট টম এন্ড জেরি। আমি এলে দখলদাররা চলে যাচ্ছে, পুলিশ এলে চলে যাচ্ছে; পরে আবার এসে রাস্তা দখল করছে। এটা বাস্তব সত্য চিত্র। অবৈধ এই ট্রাকস্ট্যান্ড কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ট্রাকস্ট্যান্ড ঘিরে চাঁদাবাজির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মেয়র।
সড়কটি দখলমুক্ত করতে প্রায়ই অভিযান চালানো হয় উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, এখানে আমরা প্রায়ই অভিযান চালাই। কিন্তু তার দুদিন পরই দখল হয়ে যায়। ট্রাকের মালিকরা বলছেন, জায়গা দেই না কেন? আমি বলেছি, আমি যেটা চাই, আগে সেটা করবেন। আমি চাই জনগণের কোনো যেন ভোগান্তি না থাকে। এর জন্য রাস্তার দুই পাশে কোনো ধরনের ট্রাক দাঁড়িয়ে থাকতে পারবে না।
এদিকে ১ মার্চ বাস মালিক সমিতি, ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক করবে ঢাকার দুই সিটি করপোরেশন। মহাখালী ও এর আশেপাশের সড়কে অবৈধভাবে বাস রাখা বন্ধের বিষয়ে নির্দেশনা আসবে বলেও জানান মেয়র।
অবৈধ ট্রাক স্ট্যান্ডে দখলমুক্ত সড়ক গড়তে কমিটি গঠন করা হবে বলেও জানান আতিকুল ইসলাম। মেয়র বলেন, পুলিশের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি কমিটি করতে চাচ্ছি। এখানে মালিক সমিতির প্রতিনিধি থাকবে, ট্রাক শ্রমিক প্রতিনিধি থাকবে, পুলিশ থাকবে, কাউন্সিলর থাকবে, আরেকজন প্রতিনিধি থাকবে।