ঝালকাঠির নলছিটিতে সুপারি চুরির অভিযোগে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে ১১ বছরের শিশু ও তার বাবাকে নির্মম নির্যাতনের অভিযোগে লতিফ খান নামে এক ডেকোরেটর ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে শিশুর বাবা বাবুল হাওলাদার বাদী হয়ে লতিফ খানসহ ২ জনকে আসামি করে মামলা করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার আসামি আসল নির্যাতনকারী লতিফ খানকে গ্রেপ্তার করলেও তার সহযোগী অপর আসামিকে খুঁজছে পুলিশ।
মামলা ও স্থানীয় সূত্রে জানায়, রোববার রাতে সুপারি চুরি সন্দেহে প্রভাবশালী লতিফ খান ও তার সহযোগীরা প্রতিবেশী ১১ বছর বয়সের শিশু ও তার বাবা বাবুল হাওলাদারকে ঘর থেকে ধরে আনে। এরপর উঠানে আমড়া গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে দু’জনের ওপর পাশবিক নির্যাতন চালিয়ে শিশুর মাথার চুল কেটে দেয়। এরপর নির্যাতিত বাবা ও শিশু ছেলেকে সারারাত খোলা আকাশের নীচে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নির্যাতনকারী লতিফ খান সাদা কাগজে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেয়। এ খবর এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
নলছিটি থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি লতিফ খানকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।