বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর ও লুটপাট, আহত ৭ 

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মুকুন্দী গ্রামে বীর মুক্তিযোদ্ধা লাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বীর মুক্তিযোদ্ধার স্ত্রী নাসরিন আক্তার (৫০), ছেলে নুর হোসেন (২৬), দুই পুত্রবধূ নিলুফা (২৫) ও রিতা (২০), নাতি অপূর্ব (১২) ও আনাছ (৯)। এ সময় ২ বছরের ছোট শিশু আয়াছকেও ওপর থেকে ফেলে দেয় সন্ত্রাসীরা। 

জানা গেছে, বুধবার রাত পৌনে ৭টার দিকে উপজেলার মুকুন্দী এলাকায় বীর মুক্তিযোদ্ধা লাল মিয়ার ছেলে নুর হোসেনের সঙ্গে ব্যবসায়ী সবুজের কলা বিক্রি নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সবুজ তার সহযোগীদের নিয়ে নুর হোসেনকে বেধড়ক মারধর করে। এ সময় নুর হোসেন তাদের হাত থেকে বাঁচতে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে। কিছুক্ষণ পর সবুজের নেতৃত্বে ২০/৩০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভুক্তভোগী লাল মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ৭ জনকে আহত করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে চলে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। 

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া অভিযোগ করেন, কলা বিক্রি নিয়ে কথা কাটাকাটি ও পূর্ব শত্রুতার জেরে হামলা ও ভাঙচুর করেছে। 

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এবি/পিও