শনিবার, ১০ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট চলছে

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৩

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ চলছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৩টা পর্যন্ত। পেশাজীবী এ সংগঠনে ১৭টি পদে পৃথক দুই প্যানেলে ৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নির্বাচন কমিশনের তথ্য মতে, সমিতি ভুক্ত ৮৫৪ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চকরিয়া ও কক্সবাজার দুইটি পৃথক কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। এর মধ্যে চকরিয়া কেন্দ্রে ভোটার সংখ্যা ৬৮ এবং কক্সবাজার কেন্দ্রে ৭৫৪ জন।

আইনজীবীরা জানিয়েছেন, আওয়ামী লীগ সমর্থীত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে সভাপতি পদে বর্তমান সভাপতি ইকবালুর রশিদ আমিন (সাহেল) ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ তারেক এবং বিএনপি-জামায়ত সমর্থীত আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি পদে সিরাজুল ইসলাম-৪ ও সাধারণ সম্পাদক পদে আবু তাহের সিকদারের নেতৃত্বে পৃথক দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট ৩৪ জন প্রার্থী।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে সভাপতি প্রার্থী ইকবালুর রশিদ আমিন (সাহেল) বলেন, বিগত সময়ে দায়িত্ব পালনকালে আমি আইনজীবীদের স্বার্থে কাজ করেছি। বারের অবকামাঠোসহ অনেক উন্নয়ন করেছি। যার সুফল ভোগ করছেন আইনজীবীরা। তাই জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী সিরাজুল ইসলাম বলেন, আইনজীবী সমিতির উন্নয়নে সাধারণ আইনজীবীদের সম্পৃক্ত করার পাশাপাশি বেঞ্চকে দুর্নীতিমুক্ত রাখতে কাজ করা-ই আমার লক্ষ্য।

ইত্তেফাক/আরএজে