বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইউক্রেনে লেপার্ড ট্যাঙ্কের প্রথম চালান

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৩

বহুল আলোচিত লেপার্ড-২ ট্যাঙ্কের প্রথম চালান ইউক্রেনে এসেছে। প্রতিবেশী পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী মারিউস ব্লাসজ্যাক শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার আক্রমণের বার্ষিকীতে কিয়েভে এই ট্যাঙ্কটি সরবরাহের ঘোষণা দেন। গ্লোব এবং মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেশী পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী মারিউস ব্লাসজ্যাক শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার আক্রমণের বার্ষিকীতে কিয়েভে এই ট্যাঙ্কটি সরবরাহের ঘোষণা দেন।

জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে মারিউস ব্লাসজ্যাক বলেন, 'পোলিশ লেপার্ড আজ (শুক্রবার) ইউক্রেনে পৌঁছেছে।' তবে কিয়েভকে কতটি জার্মান তৈরি ট্যাঙ্ক দেওয়া হয়েছে তা উল্লেখ করেননি তিনি। পোল্যান্ডই প্রথম ইউক্রেনে লেপার্ড সরবরাহের প্রস্তাব দেয়। 

যদিও জার্মানি প্রথমে এই স্ব-তৈরি ট্যাঙ্কগুলো ইউক্রেনে পাঠাতে রাজি ছিল না। এরপর পোল্যান্ড এই অবহেলার জন্য বার্লিনের কঠোর সমালোচনা করে। এদিকে শুক্রবার কিয়েভ সফর করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি। 

শুক্রবার কিয়েভ সফর করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি। 

সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন। মাতেউস একটি টুইটে বলেছেন, 'ইউক্রেনের উপর রাশিয়ার সহিংস আক্রমণের বার্ষিকীতে, আমি ইউক্রেনের প্রতিরক্ষায় আরও সহায়তা প্রদানের জন্য একটি স্পষ্ট বার্তা পাঠাতে কিয়েভে আছি।'

 

ইত্তেফাক/ডিএস