বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

১৭ দিন পর বিএসএফ’র গুলিতে নিহত যুবকের লাশ ফেরত

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৬

৮ ফেব্রুয়ারি ঝিনাইদহ সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে নিহত এক বাংলাদেশি যুবকের লাশ  শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রায় ১৭ দিন পর ঝিনাইদহের শ্যামকুর চেয়ারম্যান ঘাট সীমান্ত দিয়ে তার লাশ হস্তান্তর করা হয়। পরে স্থানীয় পুলিশ ও বিজিবির একটি দল বিকেলে যুবকের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

নিহত আরিফুল ইসলাম (২৮) মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের মৃত আফিজ উদ্দিনের ছেলে।

মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বর শহিদুল ইসলাম জানান, ৭ ফেব্রুয়ারি রাতে নিহত আরিফুল ইসলামসহ কয়েক জন মিলে গরু আনতে  ভারতে যান।  ওমরপুর গ্রামের মাঠে পৌঁছালে বিএসএফ’র পাখিউড়া ক্যাম্পের একটি টহল দলের তাদের লক্ষ্য করে গুলি করে। গুলিতে আরিফুল নিহত হন।  পরদিন ভারতের নদীয়া জেলার হাঁসখালী থানার পুলিশ লাশ নিয়ে যায়।

তিনি জানান, ১৭ দিন পর মহেশপুর থানার এস আই আসাদুর রহমান হাঁসখালী থানা পুলিশের কাছ থেকে লাশ গ্রহণ করেন।

এদিকে, শ্যামকুর সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি’র ঝিনাইদহের খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, নিহত ব্যক্তি বাংলাদেশি বলে নিশ্চিত হওয়ার পর লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়। তারা লাশ ফেরত দিতে দেরি করে।   

ইত্তেফাক/আরএজে