সিরাজগঞ্জে বেআইনিভাবে হেরোইন মামলায় ৩২ বছর বয়সী এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রোববার (২৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আহামাদুল্লাহ রাজশাহীর গোদাগাড়ি থানার ছয়ঘাটি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম জানান, রায় ঘোষণার পর আহামাদুল্লাহকে পুলিশ পাহারায় সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় বলা হয়, ২০২০ সালে ৫ সেপ্টেম্বর দুপুরে রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালায় র্যাব-১২। এ সময় ব্যবসায়ী আহামাদুল্লাহ দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করেন। পরে তার শরীর তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম হেরোইন জব্দ করে।
এ ঘটনায় র্যাব-১২ এর ডিএডি মমিনুর রহমান বাদী হয়ে সলঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলা চলাকালে আট জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য প্রমাণ শেষে রোববার আদালত আহামাদুল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।