সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সুন্দরবন পরিদর্শন ৭ দেশের সামরিক প্রতিনিধিদল  

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৮

বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে ৭ দেশের সামরিক প্রতিনিধিদল সুন্দরবন পরিদর্শন করছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সানওয়ে ক্রুজ প্রমোদতরীতে করে সুন্দরবনের করমজলে পৌঁছান তারা।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন অস্ট্রেলিয়ার লে. কর্নেল ডেমসি চেরলি সিনক্লেয়ার, ভারতের ব্রিগেডিয়ার জেনারেল মানমতি সিং সাবারওয়াল, স্কোয়াড্রন লিডার অমিতোষ শর্মা, মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে নিয়াত, পাকিস্তানের ব্রিগেডিয়ার জেনারেল আলী এজাজ, নেপালের ব্রিগেডিয়ার জেনারেল রোশান শমসের রানা, ফিলিস্তিনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ ও তুরস্কের কর্নেল এরদাল সাহিন। 

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, সোমবার বেলা ১১টার দিকে প্রমোদতরী সানওয়ে ক্রুজে করে ৭ দেশের সামরিক প্রতিনিধিদল পূর্ব সুন্দরবন বিভাগের করমজলে পৌঁছান। এরপর তারা করমজলের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের নানা স্থাপনা ও সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেন। এসময় সামরিক প্রতিনিধিদলের পরিবারের সদস্যরাও তাদের সঙ্গে ছিলেন। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমোডোর রাফি। করমজল পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি সুন্দরবনের হাড়বাড়িয়া পর্যটন কেন্দ্রে যান। বিকালেই সুন্দরবন পরিদর্শন শেষে তারা ফিরে যান। 

এর আগে রোববার সামরিক প্রতিনিধিদল গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানানোর পর বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন করেন।

ইত্তেফাক/এবি/পিও