শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

দেশে জরুরি সেবায় মেডিক্যাল টিম তৈরি করতে হবে 

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৪

দেশে জরুরি চিকিৎসা সেবায় মেডিক্যাল টিম তৈরি করতে হবে এবং তাদের পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। যেসব হাসপাতালের ২৪/৭ ইমার্জেন্সি সার্ভিস চালু আছে, সেখানে এবং দেশের প্রতিটি স্বাস্থ্যসেবা বিভাগকে, অ্যাম্বুলেন্সসহ অন্য লজিস্টিক সাপোর্ট আরো বাড়াতে হবে। দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আরো শক্তিশালী করতে সরকার পোর্টেবল অপারেশন থিয়েটার চালুর উদ্যোগ নিয়েছে। 

গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জরুরি চিকিৎসাসেবা বিষয়ক রায় ও তার বাস্তবায়ন’ শীর্ষক গোলটেবিল আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ হেলথ ওয়াচ এই আলোচনাসভার আয়োজন করে। 

হেলথ ওয়াচের উপদেষ্টামণ্ডলীর সদস্য ব্যারিস্টার রাশনা ইমাম তার মূল নিবন্ধে বলেন, ২০১৬ সালে সড়ক দুর্ঘটনার শিকার এক ব্যক্তিকে সৈয়দ সাইফ কামাল নামের একজন বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। শুধু জরুরি সেবা না পাওয়ায় তিনটি ভিন্ন হাসপাতালে যেতে হয়েছিল তাকে। সর্বশেষ গুলশান থানার একজন সাব-ইন্সপেক্টরের সঙ্গে আরেকটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাইফ কামালের পক্ষে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) দায়ের করা মামলায় ২০১৮ সালের ১৮ আগস্ট হাইকোর্ট বিভাগ সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তিদের জরুরি চিকিৎসাসেবা প্রদান এবং তাদের সহায়তাকারী ব্যক্তিদের সুরক্ষা দিতে বলেছে।  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা.  শেখ দাউদ আদনান।  

বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনারস অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. এ বি এম হারুন বলেন, আমাদের দেশে জরুরি মেডিক্যাল টিম তৈরি করতে হবে এবং তাদের পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।

 

ইত্তেফাক/ইআ