শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

হুমায়ুন আজাদের স্মরণে ঢাবি ছাত্রলীগের আলোক প্রজ্জ্বলন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৫

অধ্যাপক হুমায়ুন আজাদের স্মরণে আলোক প্রজ্বলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮টার দিকে বাংলা একাডেমি সংলগ্ন রমনা কালি মন্দিরের পাশের ফলকে যেখানে অধ্যাপক হুমায়ুন আজাদকে ছুরিকাঘাত করা হয় উক্ত স্থানে আলোক প্রজ্জ্বলন করে ছাত্রলীগ।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন,  হুমায়ুন আজাদ  ধর্মান্ধতা আর মৌলবাদীদের বিরুদ্ধে আপসহীন এক কলম সৈনিক। জীবনভর মৌলবাদীদের বিরুদ্ধে লড়ে গেছেন । উন্মুক্তধারায় কলম চালিয়ে মৌলবাদী, জঙ্গিবাদী, স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত সরকারের তীব্র আক্রমণের শিকার হন। বিএনপি জামাত সরকারের ইশারাতেই এই প্রথিতযশা লেখককে অকালেই এ পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল।

কর্মসূচিতে  কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ  শেখ ওয়ালী আসিফ ইনান বিশ্ববিদ্যালয়ের  সকল হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের অন্যতম প্রথাবিরোধী ও বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদ।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। ধর্ম, মৌলবাদ, নারীবাদ, রাজনৈতিক সমালোচনামূলক বক্তব্যের জন্য ১৯৮০’র  দশক থেকে পাঠকদের ব্যাপক সাড়া পেয়েছিলেন লেখক হুমায়ুন আজাদ।

হুমায়ুন আজাদ  প্রকৃত  হুমায়ুন কবীর ১৯৪৭ সালের ২৮ এপ্রিলের কামারগাঁ, শ্রীনগর, বিক্রমপুর (বর্তমানে মুন্সীগঞ্জ)  জন্মগ্রহণ করেন।  ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমির বইমেলা থেকে বাসায় ফেরার পথে একদল সন্ত্রাসী হুমায়ুন আজাদকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন। তবে ৭ আগস্ট গবেষণা বৃত্তি নিয়ে জার্মানি যাওয়ার পাঁচ দিন পর মিউনিখের নিজ ফ্ল্যাটে তার লাশ পাওয়া যায়

ইত্তেফাক/আরএজে