নতুন বছরের শুরুতেই ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন স্ত্রী আলিয়া সিদ্দিকী। মানসিক নির্যাতন চালিয়েছেন, সন্তানদের কেড়ে নিতে চেয়েছেন নওয়াজ, এমন একাধিক অভিযোগ আনেন তার বিরুদ্ধে। এই মুহূর্তে আইনের দ্বারস্থ অভিনেতা এবং তার স্ত্রী। দিন দিন চরমে উঠছে তাদের দাম্পত্য কলহ। এরই মধ্যে নওয়াজ়উদ্দিনকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন অভিনেতার শামস নেওয়াজ সিদ্দিকী। ভাই হলেও শামস পক্ষ নিয়েছেন আলিয়া সিদ্দিকির।
শামাস জানিয়েছেন, বিয়ের আগে একে অপরের খুব ভাল বন্ধু ছিলেন তারা। অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করেছেন আলিয়া। এতদিন ধরে নওয়াজের স্ত্রী যে অভিযোগ করেছেন তারই রেশ টেনে তিনি বলেন, ‘আমি এটা বিশ্বাস করি নওয়াজ এক জন অসামান্য অভিনেতা। তবে মানুষটা সুবিধের নয়। ও যে কোনও মুহূর্তে মানুষের সঙ্গ ছেড়ে দিতে পারে। ঠিক যেমনটা করেছে নিজের স্ত্রী ও আমার সঙ্গে।’
অভিনেতার ভাই জানান, নওয়াজ নিজে বড় হয়েছেন তবে অন্যদের তার মতো বাড়তে দেননি।
শামাসের কথায়, ‘ও আমার সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দেয়। আমার ছবি ‘বোলে চুড়িয়া’ মাঝপথে ছেড়ে দেয়। একবারও ভাবেনি ভাইয়ের কথা। জীবনের একটা লম্বা সময় ওকে দিয়েছি আমি, প্রতিদানে কিছু পাইনি। উল্টোটাই হয়েছে। আমার মেয়েকে নিয়েও সমস্যা হয়েছে ওর। বাড়ির অন্যরা যাতে আমার মেয়ের দেখভাল না করে, এমনই নিদান দেয় নওয়াজ।’
একে স্ত্রী আলিয়ার অভিনেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ, এর মাঝে অভিনেতাকে নিয়ে এমন দাবি তার নিজের ভাইয়ের। ফলে খানিকটা হলেও আইনি লড়াইয়ে বেগ পেতে পারেন নওয়াজ।