চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘মুড়ির টিন’ গান দিয়ে দ্বিতীয় মৌসুমের যাত্রা শুরু করে ‘কোক স্টুডিও বাংলা’। প্রকাশের পর শ্রোতাদের মাঝে সাড়া জাগানো এই গানটির রেশ কাটার আগেই মৌসুমের দ্বিতীয় গান ‘বনবিবি’ নিয়ে হাজির হতে যাচ্ছে কোক স্টুডিও। যার দায়িত্বে রয়েছে জনপ্রিয় ব্যান্ড মেঘদল।
সংগীত আয়োজক সংস্থাটির ফেসবুক পেইজ থেকে জানা যায়, ‘বনবিবি’ বৃহস্পতিবার রাত একটায় ‘কোক স্টুডিও বাংলার’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। ইতিমধ্যে গানের ১৫ সেকেন্ডের একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করা হয়েছে, যা শ্রোতাদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
মুক্তির অপেক্ষায় থাকা ‘বনবিবি’ গানের কথা লিখেছেন শিবু কুমার শীল ও মেজবাউর রহমান সুমন। সুর বেধেছেন শিবু কুমার শীল। মেঘদলের সংগীতায়োজনে গানটি গেয়েছেন শিবু কুমার শীল ও জহুরা বাউল, সঙ্গে রয়েছে গানের দল ঘাসফড়িং।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় ‘কোক স্টুডিও বাংলা’ সিজন টু’র প্রথম গান ‘মুড়ির টিন’। গানটির মূল অংশ লেখা হয় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। সঙ্গে যুক্ত করা হয় সিলেট ও খুলনার ভাষায় র্যাপ। যার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বাস, বাসযাত্রী, ড্রাইভার, হেল্পার মিলিয়ে বাসযাত্রার চিত্র। এরই পাশাপাশি চমৎকার সংগীতায়োজন, নানা ধরনের সংগীতযন্ত্র যুক্ত করায় এটি হয়ে উঠেছে বেশ উপভোগ্য।