শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নতুন ৩ মুখের সঙ্গে ফের জাতীয় দলে কিংলেস

আপডেট : ০২ মার্চ ২০২৩, ২০:০৭

মার্চে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার (২ মার্চ) ২৭ সদস্যের দল ঘোষণা করেছে জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ২৭ সদস্যের এই দলে রয়েছে নতুন তিন মুখ।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ঢাকা আবাহনীর ডিফেন্ডার আলমগীর, ফর্টিজ এফসির মজিবুর রহমান জনি ও মুক্তিযোদ্ধা সংসদের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। এছাড়াও দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন আমিনুর রহমান সজীব।

আরও দলে আছেন বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেয়ারিন ফুটবলার এলিটা কিংসলে। ২৭ সদস্যের দলে সর্বোচ্চ ১২ জন বসুন্ধরা কিংসের ও ৬ জন ঢাকা আবহনীর ফুটবলার। সিলেটে ২০ থেকে ২৮ মার্চ ব্রুনাই দারুসসালাম ও সিশেলসকে নিয়ে তিন জাতি আন্তর্জাতিক সিরিজ খেলবে বাংলাদেশ। 

২৭ সদস্যের ফুটবল দল

আনিসুর রহমান, তারেক কাজী, সাদ উদ্দিন, রিমন হোসাইন, বিশ্বনাথ ঘোষ, টুটুল বাদশা, তপু বর্মণ, মাশুক মিয়া, সোহেল রানা, রাকিবুল হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, সাহিদুল ইসলাম, আলমগীর মোল্লা, রহমত মিয়া, সোহেল রানা, ফয়সাল আহমেদ, এলিটা কিংসলে, জামাল ভূঁইয়া (অধিনায়ক), হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মোহাম্মদ ইবরাহিম, মিতুল মারমা, মজিবুর রহমান, মেহেদী হাসান শ্রাবন, আমিনুর রহমান, ইমন শাহরিয়ার, রবিউল হাসান। 
  

ইত্তেফাক/জেডএইচ