শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে ৬ কেন্দ্রের উপনির্বাচনে এগিয়ে আছে কংগ্রেস

আপডেট : ০২ মার্চ ২০২৩, ২০:২৩

ভারতের পাঁচটি রাজ্যের মোট ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ফলাফল ঘোষণার পর দেখা গেছে, ছয়টি কেন্দ্রের মধ্যে তিনটিতে জয়ের পথে কংগ্রেস। দুই কেন্দ্রে এগিয়ে বিজেপি। ঝাড়খণ্ডে এগিয়ে রয়েছে এনডিএ। এর মধ্যে দুইটি আসন ফিরিয়ে এনেছে কংগ্রেস। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়, বিধায়কের মৃত্যুর কারণে ২৬ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের দুইটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। কসবা পেঠ ও চিছার দুইটি কেন্দ্রই ছিল বিজেপির দখলে। তবে উপনির্বাচনের পর কসবা পেঠ আসনটি হাতছাড়া হয়ে যায় গেরুয়া শিবিরের কাছ থেকে। 

ভারতের পাঁচটি রাজ্যের মোট ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করা হয়েছে।

সেই কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী রবীন্দ্র ধাঙ্গেকর। তবে অন্য কেন্দ্র চিছার ধরে রেখেছে বিজেপি। এনসিপি প্রার্থীকে পিছনে ফেলেছেন লক্ষ্মণ জগতাপ। বিধায়কের মৃত্যুর পর তামিলনাড়ুর ইরোড পূর্ব কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

নির্বাচনের পরও কংগ্রেসের দখলে থাকা আসনে এগিয়ে রয়েছে হাট শিবির। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বিশাল ব্যবধানে পিছনে ফেলেছেন এভিকেএস এলানগোভান। পশ্চিমবঙ্গের সাগরদিঘিতেও তৃণমূল বিধায়কের মৃত্যুর পর উপনির্বাচন হয়েছে। সেখানেও জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস।

কংগ্রেস প্রার্থী রবীন্দ্র ধাঙ্গেকর।

ঝাড়খণ্ডের রামগড়ের বিধায়ক মমতা দেবীর বিধায়ককে বরখাস্ত করা হয়েছে। সে কারণে ওই কেন্দ্রে ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচনের নির্দেশ দেওয়া হয়। কংগ্রেস বিধায়কের পদ প্রত্যাখ্যান হওয়ার পরে সমস্ত ঝাড়খণ্ড ছাত্র ইউনিয়ন সেই কেন্দ্রে সাফল্য পেয়েছে। 

নিবিড় লড়াইয়ে কংগ্রেসকে পরাজিত করলেন এনডিএ প্রার্থী সুনীতা চৌধুরী। অন্যদিকে, অরুণাচল প্রদেশের লুমলা আসনের বিধায়কের মৃত্যুর পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। 

ইত্তেফাক/ডিএস