আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে জনবলসহ মালামাল গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে প্রত্যাহার করা হচ্ছে বিসিবির নিযুক্ত বগুড়ার সকল কর্মকর্তা-কর্মচারীদের। তবে কেন প্রত্যাহার করা হচ্ছে সে বিষয়ে কিছু জানা যায়নি। বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে এসব বিষয়ে জানিয়েছেন শহীদ চান্দু স্টেডিয়ামের বিসিবির ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল।
বগুড়ার ভেন্যু ম্যানেজার জামিল জানান, বুধবার মোবাইলে নির্দেশ দেওয়া হয় শহীদ চান্দু স্টেডিয়ামে থাকা বিসিবির সকল মালামাল ঢাকাস্থ মিরপুর স্টেডিয়ামে পাঠিয়ে দিতে। একই সঙ্গে বগুড়ায় কর্মরত বিসিবির ১৭ জনকে বৃহস্পতিবারের মধ্যে ঢাকায় রিপোর্ট করতে বলা হয়। এর মধ্যে ভেন্যু ম্যানেজার ছাড়াও আছেন কিউরেটর, সুপারভাইজার, অফিস সহকারী, নৈশ প্রহরী। নির্দেশ অনুযায়ী স্টেডিয়াম থেকে বিসিবির দেয়া খেলার যাবতীয় সরঞ্জাম, ফার্নিচার বের করা হয়েছে। সেগুলো কাভার্ড ভ্যানে উঠিয়ে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। জামিলুর রহমান বলেন, 'আমাদের বিস্তারিত কিছু বলা হয়নি। শুধু ভেন্যুর জনবল ও সরঞ্জাম সব কিছু নিয়ে ঢাকায় আসতে বলা হয়েছে। ধারণা করছি বগুড়া থেকে ভেন্যু তুলে নিতে পারে বিসিবি।'
বিসিবি থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিগত কয়েক বছর যাবৎ বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার ফলে শহীদ চান্দু স্টেডিয়াম-এ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নিয়মিতভাবে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হচ্ছে না। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শহীদ চান্দু স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদের নিকট হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই ভেন্যুতে কর্মরত বিসিবির সকল কর্মকর্তা-কর্মচারীকে এরইমধ্যে অন্য ভেন্যুতে বদলি করা হয়েছে।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন বলেন, 'ক্রীড়া সংস্থা অসহযোগিতা করেছে এমন অভিযোগ ভিত্তিহীন। নিছক একটা অজুহাত দেখিয়ে বিসিবি এমন বাজে একটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা ক্রীড়া সংস্থা দীর্ঘদিন ধরে স্টেডিয়ামে খেলা চালুর ব্যাপারে দাবি জানিয়েছি কিন্তু বিসিবির উদাসীনতার কারণেই হয়নি।’
শহীদ চান্দু স্টেডিয়াম সূত্রে জানা যায়, ২০০৩-০৪ অর্থ বছরে ২১ কোটি টাকায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামকে একটি আন্তর্জাতিক ভেন্যুতে (ফ্লাড-লাইটসহ) উন্নীত করা হয়। এই মাঠে আগে থেকেই ভালো মানের পাঁচটি উইকেট (পিচ) রয়েছে। ২০০৬ সালের ৩০ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে ঘোষণা করে। কিন্তু অজানা কারণে ২০০৬ সালের পর থেকে এ মাঠে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে কোনো খেলা উপভোগ করা দর্শকদের ভাগ্যে জোটেনি। তবে বিভিন্ন সময়ে জাতীয় লিগ, স্থানীয় প্রিমিয়ার ডিভিশন, প্রথম বিভাগ ক্রিকেট লিগ ও কর্পোরেট লিগ অনুষ্ঠিত হয়েছে। এসব ম্যাচের সবগুলোই দিনে অনুষ্ঠিত হয়।