বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সাভার সেনাপল্লীতে ফ্ল্যাট হস্তান্তর করলেন সেনাপ্রধান

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০২:১৫

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বৃহস্পতিবার (০২ মার্চ ২০২৩) সাভারের খেজুরটেক সেনাপল্লীতে সেনাবাহিনীর অর্থায়নে নির্মিত ‘আস্থানীড় প্রকল্প’ নামে ২০টি ফ্ল্যাট হস্তান্তর করেছেন। 

এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরীরত অবস্থায় দেশে/জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং পার্বত্য চট্টগ্রামে আভিযানিক/সক্রিয় দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী সেনাসদস্যদের পরিবারের উত্তরাধিকারীদের মাঝে ফ্ল্যাট হস্তান্তর সেনাসদস্যদের কল্যাণার্থে এটি নিঃসন্দেহে যুগোপযোগী, কল্যাণকর ও মানুষের অন্যতম মৌলিক চাহিদা তথা বাসস্থান সমস্যা নিরসনে একটি বৃহৎ এবং কল্যাণমুখী উদ্যোগ। সেনাসদস্যদের পরিবারগণ যাতে সুখী, সমৃদ্ধ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারেন, সেই লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ফ্ল্যাট প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়। 

ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোঃ নজরুল এবং জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হকসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সাভার সেনানিবাসের অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম