চাঁপাইনবাবগঞ্জে পিকনিকে যাওয়ার পথে বাস উল্টে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে সদর উপজেলার জামলতা পাওয়েল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কোচিং সেন্টারের পরিচালক জসিম উদ্দিন মিশন জানান, শনিবার সকালে সদর উপজেলার প্রেইরি কোচিং সেন্টারের ৭৫ শিক্ষার্থী নাচোল উপজেলার স্বপ্নপল্লী বিনোদন পার্কে বাসে করে পিকনিকে যাচ্ছিলো। পথে সদর উপজেলার জামতলা পাওয়েল এলাকায় পৌঁছালে বাসের সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ২০ জন শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. ইনজামাম উল হক বলেন, আহতদের মধ্যে মাথায় গুরুতর আঘাত পাওয়া দুলাল নামে একজনকে রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়েছে। অনেককেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।