নোয়াখালীর হাতিয়ায় ৩ নারীকে ধর্ষণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা করেছে এক ভুক্তভোগী নারী। বৃহস্পতিবার (২ মার্চ) রাতে হাতিয়া থানায় ৩ জনকে অভিযুক্তসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে অভিযোগ করেন ভুক্তভোগী নারী।
অভিযুক্তরা হলেন মিস্টু (২৮), আফসার (২৬), শরীফ (২৮) রাসেদ (২৫)।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে ৩ নারী ওছখালী থেকে জাহাজমারা এলাকার নিমতলী পর্যটন এলাকায় ঘুরতে যায়। সৈকতে ঘুরার সময় কয়েকজন যুবক অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ চেষ্টা করে এবং সঙ্গে থাকা স্বর্ণালংকার ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি ওইদিন সন্ধ্যায় হাতিয়া থানায় এসে ওসি আমির হোসেনকে অবগত করলে তিনি ভুক্তভোগীদের ধমক দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। পরে এই ঘটনার একটি ভিডিও দেখালে এএসপি হাতিয়া সার্কেলের নির্দেশে বৃহস্পতিবার রাতে ওসি মামলাটি গ্রহণ করেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মিস্টু নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে।
হাতিয়া থানার ওসি আমির হোসেন বলেন, মামলা না নেওয়ার ঘটনা সত্য নয়। ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।