ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাড়ি থেকে নিখোঁজের ৫ দিন পর পৌর শহরে সাইফুল ইসলাম (১৫) নামে এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে নগরের অদুরে রামরায় দিঘি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সাইফুল হরিপুর উপজেলার পূর্ব দামোল গ্রামের নূর ইসলামের ছেলে। রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, হরিপুর উপজেলার পূর্ব দামোল গ্রামের নূর ইসলামের ছেলে অটোচালক সাইফুল গত ২৮ ফেব্রুয়ারি বিকালে তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। ওইদিন সে বাড়িতে ফিরে না আসায় পরদিন থেকে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে। খুঁজে না পেয়ে হরিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে।
রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মুঠোফোনে জানান, নিহতের শরীর অর্ধগলিত
থাকায় শরীরে কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে তার হাত দড়ি দিয়ে এবং মুখ মাফলার দিয়ে বাঁধা ছিল। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।