শিক্ষার্থীদের দাবির মুখে আবাসিক হলগুলোর ফি বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত কছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, হল প্রাধাক্ষ্য পরিষদ এটা করেছে। এটা নিয়ে আমি উপাচার্যের সঙ্গে কথা বলেছি। হল ফি আগে যেমন ছিল, সে অবস্থাতেই থাকার নির্দেশ দিয়েছেন উপাচার্য। বর্ধিত ফি স্থগিত করা হয়েছে। সবার সঙ্গে কথা বলেই হল ফি বাড়ার বিষয়টি জানানো হবে।
এর আগে, দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের আয়োজনে শিক্ষার্থীরা হল ফি ৯০০ টাকা থেকে ২৮০০ টাকা সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়। এ সময় বিভিন্ন বিভাগের প্রায় চার শতাধিক শিক্ষার্থী কর্মসূচিতে উপস্থিত ছিলেন।