সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৯:১৭

টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শহীদুল ইসলাম লেবুর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও পদ বাণিজ্যের অভিযোগ উঠেছে। সোমবার (৬ মার্চ) দুপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার ৫ নম্বর আনোহলার ইউপি চেয়ারম্যান তালুকদার মো. শাহজাহান। 

মো. শাহজাহান অভিযোগ করেন, লেবু বর্তমান কমিটিতে ত্যাগী নির্যাতিত নেতা-কর্মীদের বাদ দিয়ে  বির্তকিত ও বিএনপি-জামায়াত থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে পকেট কমিটি করেছে। তার ব্যাপক  দুর্নীতি, অপশাসন ও পদবাণিজ্যের অভিযোগ আড়াল করার জন্য গত ১ মার্চ সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়েছে।  

তিনি আরও বলেন, বর্তমানে উপজেলা আওয়ামী লীগের মধ্যে বিভাজনের জন্য লেবু ও বর্তমান কমিটি দায়ী।  

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আরিফ হোসেন, আওয়ামী লীগ নেতা মো. মোত্তালিব হোসন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হীরা, রেজাউল করিম মটু, গিয়াস উদ্দিন বাবু, রুহুল আমিন হিপলু, আওয়ামী লীগ নেতা মো. খলিলুর রহমান, আলমগীর হোসেন বাবু, যুবলীগ নেতা সুলতান মাহমুদ সুজন ও কামরুজ্জামান জুয়েলসহ অনেকে।

ইত্তেফাক/এবি/পিও