সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

স্পেশালাইজড লিভার কেয়ার এখন কার্নিভাল কেয়ারে  

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ২০:২৯

লিভার চিকিৎসা গ্রাম ও শহরে সেবা দিতে অনলাইনে (ওয়েবসাইটে) স্পেশালাইজড লিভার সেন্টার সেবা চালু করেছে কার্নিভাল কেয়ার। সোমবার (৬ মার্চ) কার্নিভাল কেয়ার আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজকেরা এই সেবা আনুষ্ঠানিকভাবে শুরু করেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. মামুন আল-মাহতাব বলেন, বাস্তবতার প্রান্তিক জনগোষ্ঠীর অনেকেই চিকিৎসা কিংবা পরামর্শের জন্য আমাদের কাছে পৌঁছাতে পারেন না। এছাড়াও ঢাকার বাইরে থেকে অনেক রোগী আমাদের কাছে আসেন যারা পরবর্তী ফলোআপ চিকিৎসা নিতে জটিলতার সম্মুখীন হন। এ প্লাটফর্মটি সেই সমস্যাগুলোর সমাধান করবে বলে আমি আশা প্রকাশ করছি।

এসময় বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মোট রোগে মৃত্যুর ২ দশমিক ৮২ শতাংশর কারণ হলো লিভারের বিভিন্ন রোগ। আশঙ্কাজনক হলেও সত্য দেশের প্রায় সাড়ে চার কোটি মানুষ ফ্যাটিলিভারে আক্রান্ত। স্বাধীনতার পরে স্বাস্থ্য সেবায় প্রভূত উন্নতি সাধন সত্ত্বেও প্রান্তিক জনগোষ্ঠী উন্নত স্বাস্থ্য সেবা থেকে এখনো অনেকাংশেই বঞ্চিত রয়ে যাচ্ছে। লিভার রোগের চিকিৎসায় গ্রাম ও শহরের চিকিৎসা সেবার এই বিভাজন দূর করায় অনলাইন সেবা ভূমিকা রাখতে পারে।

বক্তারা জানান, রোগীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে কার্নিভাল কেয়ারের সাথে সম্পৃক্ত হয়েছে  স্পেশালাইজড লিভার সেন্টার। লিভার রোগের যেকোনো চিকিৎসার পরামর্শ পাওয়া যাবে কার্নিভাল কেয়ারের ওয়েবসাইট অথবা হটলাইন নাম্বারের মাধ্যমে। 

এদিকে, কার্নিভাল কেয়ারের ওয়েব সাইট ভিজিট/হটলাইনে ফোন করার পর একজন রোগী, একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে সকল শারীরিক সমস্যার কথা বলবেন।  তিনি পরবর্তীতে সেই রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে অনলাইনে সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন। বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ গ্রহণ করার পরে  যে সকল পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হবে কার্নিভালকেয়ারের টেকনোলজিস্ট সেই নমুনা রোগীর বাসা থেকে সংগ্রহ করবেন। পরবর্তীতে রোগী রিপোর্ট নিয়ে অনলাইনে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারবেন। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে সরাসরি দেখা করার অথবা হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করবে কার্নিভাল কেয়ার।  

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এ রহিম, কার্নিভাল কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. ফারশিদ ভূঁইয়া।

ইত্তেফাক/এমএএম