নওগাঁ জেলা এখন চারদিকে বোরো ধানে ছেয়ে গেছে। ব্যাপকভাবে ধান রোপণ করা হয়েছে কয়েকদিন আগে। এদিকে বোরো ধানে সেঁচের পানির তীব্র সংকট দেখা গেছে। কেউ জেনারেটর দিয়ে মাটির ১০০ ফিট নিচ থেকে পানি তুলছেন আবার কেউ ডোবাতে কিছু অংশ পানি থাকে সেটি দিয়েই বোরো ধানে সেঁচ দিচ্ছেন কৃষকেরা। এভাবেই এই বৃদ্ধ কৃষক ডোবকা দিয়ে পানি তুলে সেঁচ দিচ্ছেন বোরো ধানে। তবে, খরা এখনো বাকি আছে, খরা মৌসুমে পানি ঠিকভাবে যদি না পায় তাহলে বোরো ধান নিয়ে বিপাকে পরতে হবে এ এলাকার কৃষকদের। ছবিগুলো নওগাঁ জেলার নওহাটা মোড়ের আগেই বদ্দপুর গ্রাম থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন