বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তুরাগে নকশা বহির্ভূত ভবনে রাজউকের অভিযানে ১১ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১৫:২৭

রাজধানীর তুরাগ থানাধীন নিশাত নগর এলাকায় নকশা বহির্ভূত বাড়ি নির্মাণ করায় রাজউকের উচ্ছেদ অভিযান চালায়। অভিযানে দুটি ভবনের দশ তলা ও নয় তলা ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। সেইসঙ্গে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ১১ লাখ টাকা জরিমানা করা হয় ।

তুরাগ এলাকায় মঙ্গলবার (৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চলে।

অভিযানটি ম্যাজিস্ট্রেট মমিন উদ্দিন এর নেতৃত্বে পরিচালনা করা হয়। এই সময় প্রতিটি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মমিন উদ্দিন বলেন, রাজধানী কর্তৃপক্ষ জোন ৩/২ আওতাধীন তুরাগ নিশাত নগর এলাকায় রাজউক নকশা বহির্ভূত বাড়ি নির্মাণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এইসব এলাকায় এমারত মালিকরা রাজউক থেকে নকশা অনুমোদন নিয়ে ও সেই অনুমোদন করা নকশা অনুযায়ী ইমারত নির্মাণ করছেন না।

তিনি আরো জানান, পর্যায়ক্রমে এই এলাকায় নিয়ম না মানা সব ইমারতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/এসসি