তালেবানরা আফগানিস্তানে ক্ষমতায় আসার পর সেখানে নারীদের কর্মসংস্থান এক চতুর্থাংশ কমে গেছে । সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এ তথ্য জানায়। সংস্থাটি আরও জানায়, নারীদের কাজ এবং পড়াশোনার ওপর নিষেধাজ্ঞার কারণে এমন পরিস্থিতি আরও বেড়েছে।
আইএলও জানায়, ২০২১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটিতে নারীর কর্মসংস্থান ২৫ শতাংশ কমেছে। বিদেশি সেনা প্রত্যাহারের পর তালেবানরা ২০২১ সালের আগস্টে দেশটিতে ক্ষমতা দখলে নেয়।
আফগানিস্তানের ২০২২ এর মূল্যায়নের সঙ্গে এক বিবৃতিতে আইএলও-তে আফগানের সিনিয়র সমন্বয়কারী রামিন বেহজাদ বলেন, মেয়ে এবং নারীদের ওপর নিষেধাজ্ঞাগুলো তাদের শিক্ষা এবং শ্রম বাজারের সম্ভাবনার উপর গুরুতর প্রভাব ফেলেছে।
তালেবান কর্তৃপক্ষ বেশিরভাগ মেয়েকে হাইস্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে, নারীদের বিশ্ববিদ্যালয়ে এবং বেশিরভাগ নারী এনজিও কর্মীদের কাজ করা থেকে বিরত রেখেছে।
আফগানিস্তানের অর্থনীতিও এমন একটি সংকটের মধ্যে পড়েছে, যাতে মানুষ চাকরি হারাচ্ছেন। তালেবানদের দখলের পর, বিদেশি সরকাররা উন্নয়ন সহায়তা প্রত্যাহার করে দিচ্ছে এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করছে।
আইএলও অনুমান করেছে, দেশটিতে ২০২১-২০২২ জুড়ে জিডিপি ৩০-৩৫ শতাংশ কমেছে।