শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রংপুরে স্ত্রীর মামলায় জামিন পেলেন বিচারক

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ২০:২০

রংপুরে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে আদালতে হাজির হয়ে উচ্চ আদালতের জামিন মঞ্জুরের কাগজ জমা দিয়েছেন দেবাংসু সরকার নামে এক বিচারক।  মঙ্গলবার (৭ মার্চ) দুপুর ১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক মোস্তফা কামালের আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের কাগজ জমা দেন তিনি।  

আদালতের বিশেষ পিপি হুমায়ুন রশীদ চৌধুরী বলেন, রংপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত থাকাকালে (বর্তমানে ঠাকুরগাঁওয়ে কর্মরত) দেবাংসু সরকার প্রাইভেটকার কেনার জন্য স্ত্রীর কাছে ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দেওয়ায় তাকে নির্যাতন করে গুরুতর আহত করেন। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করে। 

তিনি আরও বলেন, আদালত এ মামলায় দেবাংসু সরকার ও তার বাবা সুধাংসু কুমারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উচ্চ আদালতে জামিন আবেদন করলে তাদের ৪ সপ্তাহের জামিন মঞ্জুর করা হয় । মঙ্গলবার রংপুরের নারী ও শিশু নির্যাতন আদালত-১ এ হাজির হয়ে উচ্চ আদালতের জামিনের কাগজপত্র জমা দেন। এ সময় আদালত তাদের জামিন মঞ্জুরের কাগজপত্র গ্রহণ করেন।

ইত্তেফাক/এবি/পিও