বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে জনবল প্রত্যাহারসহ ভেন্যু বাতিলের প্রতিবাদে মাথায় কাফনের কাপড় পরে তৃতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন মো. রুমেল নামের একজন যুবক। তিনি বগুড়া সদর এলাকার বাসিন্দা। এই যুবক একজন ক্রিকেটভক্ত।
মঙ্গলবার (৭ মার্চ) তৃতীয় দিনের মত সকালে শহরের সাতমাথায় বগুড়া জিলা স্কুলসংলগ্ন ফুটপাতে অনশনে বসেন রুমেল। এ সময় নানা শ্রেণি–পেশার মানুষ তার কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সন্ধ্যা সাতটায়ও বহু মানুষ তাকে এক নজর দেখতে আসেন।
মো. রুমেল সাংবাদিকদের বলেন, ‘শহীদ চান্দু স্টেডিয়াম বগুড়াবাসীর আত্মার সঙ্গে মিশে আছে। সেই ক্রিকেট ভেন্যু বাতিলের বিষয়ে বিসিবির সিদ্ধান্ত প্রত্যাহার ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ঘোষণা না দেওয়া পর্যন্ত এ অনশন চালিয়ে যাব। বগুড়াবাসীর প্রাণের দাবি আদায়ে প্রয়োজনে আত্মাহুতি দেব।