সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শরণখোলায় বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৬:২৬

বাগেরহাটের শরণখোলায় বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে তাফালবাড়ী কলেজিয়েট স্কুল মাঠে মোজাম্মেল হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে মোজাম্মেল হোসেনকে রাষ্ট্রীয় গার্ড অব অনার জানানো হয়। এ সময় শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই আলম সিদ্দিকী ও শরণখোলা থানা অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া তার জানাজায় আরও উপস্থিত ছিলেন- বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, বাংলাদেশ ছাত্র লীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামাল সোহাগ, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মোরেলগন্জ পৌর মেয়র অ্যাডভোকেট মনিরুল হক তালুকদার প্রমুখ।

এরপর মোজাম্মেল হোসেনকে বকুলতলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শরণখোলা উপজেলার বর্ষীয়ান রাজনীতিবিদ আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা ও সাউথখালী ইউনিয়ন পরিষদের পাঁচবারের মতো নির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হোসেন হাওলাদার মঙ্গলবার সকালে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ইত্তেফাক/আরএজে