সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

স্ত্রীকে গলা কেটে হত্যা করে নামাজ পড়তে যায় স্বামী 

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৭:৩৫

জয়পুরহাটের আক্কেলপুরে পান্না আকতার (৩০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী সিরাজুল ইসলাম। মঙ্গলবার (৭ মার্চ) রাতে উপজেলার গুডুম্বা এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর সিরাজুল ইসলাম মসজিদে শবে বরাতের নামাজ পড়তে যান। তিনি রাত ১১টার দিকে বাড়িতে ফিরে ঘরে  স্ত্রীর লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় স্থানীয়রা তার চিৎকারে ছুটে এসে দেখতে সিরাজুলের স্ত্রীর গলা কাটা লাশ। পরে পুলিশ রাতেই নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা সদর হাসপাতালে পাঠায়। 

আক্কেলপুর থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছে সিরাজুল ইসলাম। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী, শাশুড়ি দেবরসহ ৪ জনকে আটক করা হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও