টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জের ধরে হাতাহাতির একপর্যায়ে অসুস্থ হয়ে ৪৫ বছর বয়সী ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার উত্তর ধলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কোহিনূর মিয়া একই এলাকার মৃত আব্দুল বাছেদের ছেলে।
ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার জানান, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের উত্তর ধলাপাড়া গ্রামের সামী চৌধুরীর সঙ্গে কোহিনুর মিয়ার জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। সন্ধ্যায় একই গ্রামের বাজেয়িদ, তারা মিয়া ও ইসমাইল কোহিনুরকে ডেকে বায়েজিদের বাড়িতে নিয়ে আসে। এরপর বায়েজিদের বাড়িতে কোহিনূর আসলে সামি চৌধুরীসহ কোহিনূরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, দুপক্ষের ঝগড়া কথা শুনেছি। তবে ঘটনাটি হত্যা কিনা তা সঠিক বলতে পারবো না।