মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গুলিস্তানে তৃতীয় দিনের উদ্ধারকাজ চলছে

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১২:১২

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কুইন স্যানিটারি মার্কেটে তৃতীয় দিনের উদ্ধার কার্যক্রম শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল পৌনে ৯টায় এ উদ্ধার অভিযান শুরু হয়।

ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের ভাইস প্রিন্সিপাল আনারুল হক বলেন, সকালে আমরা কাজ শুরু করেছি। ভবনের নিচে প্রচুর পানি ছিল। যা সেচের মাধ্যমে  নিষ্কাশন করে আমরা উদ্ধার অভিযান শুরু করেছি। প্রতিটি ফ্লোর এবং স্থানে আমরা অভিযান করবো।

গত মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এরমধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দোতলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। পরে সেখানে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জন নিহত ও আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক।

ইত্তেফাক/কেকে