রোববার, ১১ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

প্রতিদিন নয়, যে দম্পতির দেখা হয় সপ্তাহের শেষে!

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৬:০৬

মানুষের ব্যস্ত জীবনের সঙ্গে পাল্টে গিয়েছে বিয়ে ও বিবাহিত জীবনের ধারা। আধুনিক জীবনে জীবকার তাগিদে অনেক স্বামী ও স্ত্রীকেই বসবাস করতে হয় উভয়ের থেকে দূরে। সেক্ষেত্রে খুবই পরিচিত হয়ে উঠেছে উইকএন্ড ম্যারেজ বা সপ্তাহান্তের বিয়ে।

উইকএন্ড ম্যারেজ বা সপ্তাহান্তের বিয়ে মানে শুধু দুই তিনদিনের বিবাহিত জীবন নয়। অন্যান্য দম্পতির মতো সাধারণ দাম্পত্যই। শুধু স্বামী স্ত্রীর দেখা হয় না প্রতিদিন। সপ্তাহের শেষেই তাদের দেখা হয়। একসঙ্গে থাকেন, সংসার করেন। আবার সোমবার থেকে কাজের জীবনে ফিরে যান।

এ ধরনের দম্পতিরা মনে করছেন এতে দুজনেরই স্পেস বা ব্যক্তিগত পরিসর বজায় থাকে। অনেকটা সময় দেওয়া যায় ক্যারিয়ারে। শখ, আহ্লাদ, বন্ধুবান্ধব নিয়েও কথায় কথায় প্রশ্ন ওঠে না। অবহেলিত বোধ করেন না সঙ্গীও।

এছাড়া এ ক্ষেত্রে অনেকে মনে করেন, যত বেশি কাছাকাছি, তত বেশি মতের অমিল। তার থেকেই আসে ঝগড়া। অতিরিক্ত বিবাদে নষ্ট হয় শান্তি ও বাড়ে তিক্ততা। তার থেকে সপ্তাহান্তে দেখা হলে কমবে ঝগড়া-বিবাদও।

এদিকে, অনেকেরই কাছে সপ্তাহান্তে স্বল্প সময়ের জন্য দেখা হওয়াকে রোমা কর বলে মনে করেন।

স্বল্প সময়ের জন্য দেখা হয় বলে একে অন্যকে সারপ্রাইজ বা চমক দিতেও অনেকে পছন্দ করেন। এছাড়া দাম্পত্যে একেঘেয়েমি থেকে আসে টেকন ফর গ্রান্টেড হয়ে যাওয়া। তাই সপ্তাহান্তে দেখা হলে নৈকট্য বাড়ে। মনে করা হয় এতে দুজনেই একে অন্যের কাছে বরাবর স্পেশাল হয়ে থাকেন।

তবে শুধু যে সুবিধেই হয় তা নয়, অনেকেই মনে করেন এই ব্যবস্থায় নেতিবাচক দিকও রয়েছে। নবদম্পতির ক্ষেত্রে অসুবিধে না হলেও সন্তানের জন্ম হলে সমস্যা দেখা দিতে পারে বলে তারা মনে করেন।

ইত্তেফাক/পিএস/এসকে

এ সম্পর্কিত আরও পড়ুন