সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঘুষ গ্রহণের অভিযোগে অডিট কর্মকর্তা কারাগারে

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৯:০৪

ঘুষ গ্রহণের অভিযোগে খুলনার ডুমুরিয়া উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর আলমগীর হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে তিনি খুলনা জেলা বিশেষ দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক মীর শফিকুল আলম শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান আদালতে তার বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। মামলায় দুদকের পিপি অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, ২০২১ সালে ১৮ মার্চ ডুমুরিয়া উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর আলমগীর হোসেনকে ঘুষের ১৫ হাজার টাকাসহ দুদক হাতেনাতে গ্রেপ্তার করে। ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের অবসরে যাওয়া উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার রণজিত কুমার নন্দীর কাছে জিপিএফেরর ফান্ডের টাকা হিসাবের মাধ্যমে টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলে ১৫ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন আলমগীর হোসেন।

অভিযোগ পাওয়ার পর দুদকের একটি আভিযানিক দল অডিটর আলমগীর হোসেনের কার্যালয়ে ঢুকে লেনদেনকৃত ঘুষের ১৫ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তার করেন। 

ইত্তেফাক/পিও