বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নির্বাচন ফের বিলম্বের ইঙ্গিত মিয়ানমারের জান্তা সরকারের

আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৩:১০

মিয়ানমারের জান্তা সরকার সামরিক অভ্যুত্থানের ফলে সৃষ্ট সংকটের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছে। নির্বাচন আরও বিলম্বিত করার ইঙ্গিত দিয়ে জানিয়েছে, দেশটি আগামী বছরের শেষের দিকে একটি জাতীয় আদমশুমারি করবে। শুক্রবার (১০ মার্চ) রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় দ্য স্ট্রেইটস টাইমস। 

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি অশান্তিতে রয়েছে। পরবর্তীকালে, দেশের বিভিন্ন স্থানে সামরিক অভ্যুত্থান বিরোধী বাহিনীর মধ্যে লড়াইয়ের ফলে ভিন্নমতের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়ন শুরু হয়।

মিয়ানমারের জান্তা সরকার সামরিক অভ্যুত্থানের ফলে সৃষ্ট সংকটের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছে।

অভিবাসন ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রী ইউ মিন্ট কিয়াং এর বরাত দিয়ে মায়ানমার গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, ২০২৪ সালের ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত একযোগে দেশব্যাপী আদমশুমারি অনুষ্ঠিত হবে। 

এর আগে জান্তা প্রধান মিন অং হ্লাইং জানিয়েছিলেন, ৫ দশমিক ৪ মিলিয়ন মানুষের এই দেশে একটি 'সঠিক' ভোটার তালিকা নিশ্চিত করতে একটি জাতীয় আদমশুমারি প্রয়োজন। যেকোনো নির্বাচনের আগে আদমশুমারির পরামর্শ দেন তিনি।

জান্তা প্রধান মিন অং হ্লাইং

তিনি আরো জানান, নতুন নির্বাচন তখনই হতে পারে যখন দেশ 'স্থিতিশীল' থাকবে। গত ফেব্রুয়ারিতে জান্তা সরকার জরুরি অবস্থার মেয়াদ ছয় মাস বাড়ানোর ঘোষণা দেয়। 

এরপর আগস্টে অনুষ্ঠিত হবে বলে তারা নির্বাচন স্থগিত করে। তবে পর্যবেক্ষকরা বলছেন, মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে নতুন কোনো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে পারে না।

ইত্তেফাক/ডিএস